এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়। ১৫ মে ঢাকা বিভাগে শনাক্ত হয় ১১, ৭৫০ জন যা ৭৯ দশমিক ১৬ শতাংশ। ১৫ জুন এ সংখ্যা ঠেকেছে ৩৫,০১৪ জনে হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৯। অর্থাৎ ঢাকায় শনাক্তের হার কমতির দিকে।
কিন্তু চট্রগ্রামের চিত্র উল্টো। এই বিভাগে করোনা শনাক্তের হার এক মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। ১৫ মে শনাক্ত হয় ১,৩৩৩ শতাংশ হিসেবে ৮ দশমিক ৯৮। ১৫ জুন এ হার গিয়ে দাড়িয়েছে ১৮ দশমিক ৮৭ শতাংশে।
মাসের ব্যবধানে সিলেটে ১ দশমিক ৪৮ শতাংশ থেকে ২ দশমিক ৮৫ শতাংশ হারে করোনা শনাক্ত বেড়েছে। রংপুর বিভাগেও এ হার বাড়তির দিকে। খুলনায় ২৭৪ জন রোগি শনাক্তের এক মাসের মধ্যে ১৫ জুন তা ১৫১৬ জন হয়।
ময়মনসিংহ বিভাগে শনাক্ত ঢাকার মতই স্থতিশীল। বরিশালেও শনাক্তের হার বেড়েছে। রাজশাহী বিভাগে শনাক্ত ১ দশমিক ৪০ থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ২১ শতাংশ।
Leave a Reply