বুধবার দুই দফায় এই রিপোর্টে দেখা যায় কুমিল্লায় একদিনে ৩২ জন আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে করোনার হটস্পট খ্যাত দেবিদ্বারেই ১৯ জন। তারমধ্য ১৫ জন একই গ্রামের। এগারো গ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামেরই সবাই।
তারা করোনায় মারা যাওয়া লিল মিয়ার সংস্পর্শে আসা। করোনা পরিস্হিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে দেবীদ্বারের তিন পুলিশও আক্রান্ত হয়েছেন করোনায়।
এছাড়া চান্দিনায় একজন আক্রান্ত হয়েছেন।
সকালে আসা রিপোর্টে মুরাদনগরে ১০ জন ও নাঙ্গলকোটে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Leave a Reply