Deshersamoy.com

bangla news 24/7

কুয়েতে গ্রেপ্তার পাপুলের বিষয়ে তদন্ত করছে সিআইডি

মানবপাচারের দায়ে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি প্রধান মাহবুবুর রহমান। সেই সাথে লিবিয়াসহ অন্যান্য দেশে মানবপাচারকারীদের মানিলন্ডারিং এর বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি। এসময় সাইবার অপরাধ দমনে ঢাকায় প্রথম সাইবার পুলিশ স্টেশন করার প্রস্তাবের কথাও তিনি জানান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির দায়িত্ব পাওয়া অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান সংস্থাটির সক্ষমতা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরতে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন। এসময় নিজেদের অর্জনের কথা তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উঠে আসে মানবপাচারের বিষয়। লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তিন মূল হোতাকে শনাক্ত করার কথা জানায় সিআইডি।

ক্যাসিনোকান্ডসহ বিভিন্ন ঘটনার ১২টি মানিলন্ডারিং মামলা সিআইডি তদন্ত করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভবিষ্যতে সাইবার ক্রাইম বাড়ার আশংকায় তা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে চায় সিআইডি।

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Copyright © 2019-2021 All rights reserved and protected Frontier Theme
%d bloggers like this: