মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
জানা যায়, বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে সকাল থেকেই পুরুষদের তুলনায় মহিলা ভোটাররা উপস্থিতি একটু বেশি। সকালে কয়েকটি কেন্দ্রে বিছিন্নভাবে ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটলেও বেশির ভাগ কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভায় মোট ভোটারের সংখা ২০৩৫৭। এই প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে পৌরাসভা নির্বাচনে ভোট প্রদান করছেন। মোট মেয়র প্রার্থী ৫ জন। ২জন প্রার্থী স্বতন্ত্র, তিনজন দলীয়। দিন গড়ানোর সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply