বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার বা তিন হাজার ৫০৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দুই লাখ ৯৮ হাজার ২৬৫ কোটি টাকা।
এর আগে ৩১ মে রিজার্ভ ছিল ৩ হাজার ৩৪১ কোটি ডলার। ওই সময়ে ওটাই ছিল সবচেয়ে বেশি।
বৈধ পথে প্রচুর রেমিট্যান্স আসায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া করোনার কারণে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হওয়ায় সেগুলো রিজার্ভে যোগ হচ্ছে। এতে রিজার্ভের পরিমাণ বাড়ছে।
অন্যদিকে আমদানি ব্যয় কমে যাওয়ায় ব্যয় কমেছে রিজার্ভের।
Leave a Reply