অভিনয়ের পাশাপাশি এবার উপস্থাপনায় পদার্পণ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ‘আমার আইন, আমার অধিকার’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করবেন শবনম ফারিয়া। ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজের ফেসবুকে তিনি লিখেছেন, খবরটি জানাতে খুবই এক্সাইটেড! প্রথমবারের মতো আনুষ্ঠানিক উপস্থাপনা শুরু করতে যাচ্ছি আগামী সপ্তাহ থেকে! মানুষের উপকারে আসে এমন কোনো কাজের অংশ হয়ে সবার ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি সবসময়েই। আমার প্রতি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ প্রকাশের একটি উপায়। আমাকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য তারানা আপা, মিতি আপা এবং ‘আমার আইন, আমার অধিকার’-এর পুরো টিমকে ধন্যবাদ।
প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শবনম ফারিয়ার উপস্থাপনায় ‘নিউজ বাংলা’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে ‘আমার আইন আমার অধিকার’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে যে কোনো আইনি প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে আইনি পরামর্শ ও সহায়তা দেবেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ও ব্যারিস্টার মিতি সানজানা।