সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করে সমালোচনার স্বীকার হলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত জাহান।
শুক্রবার (১৫ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফটোশ্যুটের কিছু ছবি পোস্ট করেন তিনি। এরপরই শুরু হয় সমালোচনা। অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করা হয় কমেন্টবক্সে। তবে কেউ কেউ নুসরাতের এই ফটোশ্যুটের প্রশংসাও করেছেন।
সম্প্রতি সহ-অভিনেতা যশের সঙ্গে প্রেমের কারণে নিখিলের সাথে সংসার ভাঙছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের এমন গুঞ্জন চলছিল ঢালিউড পাড়ায়। এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করে আক্রমণের মুখে পড়তে হয় তাকে।
এদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নুসরাতের নির্বাচনী এলাকা বসিরহাটে গিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
নুসরাতকে উদ্দেশ্য করে অগ্নিমিত্রা পাল বলেন, ‘নুসরাতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।’
Leave a Reply