বিএনপির সংসদ সদস্যরা প্রত্যাখ্যানের নামে বাজেটের কপি ছিঁড়ে সংসদ অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মহামারির সময়ে দায়িত্বশীল আচরণ করেনি বিএনপি।
বৃহস্পতিবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সংসদে যেন বাজেট পাস না হয় সেটাই চেয়েছিল বিএনপি। করোনা সংকটে যেখানে অনেক দেশ ঠিকমতো বাজেট দিতে ব্যর্থ হয়েছে। সেখানে আমরা একটি ভালো বাজেট দিয়েছি। বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়েছে সরকার।
করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের পাশাপাশি নতুন অর্থবছরে স্বাস্থ্যখাতে ২৯ হাজার কোটি টাকা বরাদ্দের তথ্যও তুলে ধরেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকারের যথাযথ পদক্ষেপের কারণেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার কম।
Leave a Reply