জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা, চাঁদপুর ও টাঙ্গাইলে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেলে মারা গেছেন ৭ জন। এরমধ্যে ৫ জন পুরুষ ও ১ নারী রয়েছে। তাদের বেশির ভাগেরই বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে।
করোনাভাইরাস পরীক্ষার জন্য সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই ধরনের উপসর্গ নিয়ে চাঁদপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের এক দম্পতি এবং এবং মতলব উত্তর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক রয়েছেন।
টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক ব্যক্তি। তিনি পৌরসভার ঘাটান্দী গ্রামের বাসিন্দা।
(Visited 1 times, 1 visits today)