২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯১০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৩৬ হাজার। নতুন ৭০৬ জনের মৃত্যু নিয়ে এক লাখ ১২ হাজারের বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে।
৪০ হাজারের বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। ভারতে শনিবার শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৩৮ জন। নতুন করে ২৯৭ জনের মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৬ হাজার ৯শ।
এছাড়া একদিনে মেক্সিকোতে ৬২৫, যুক্তরাজ্যে ২০৪, রাশিয়ায় ১৯৭ ও পেরুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। করোনা গোত্রের নতুন এই ভাইরাসটির প্রতিষেধক বা ওষুধ আবিষ্কারের জোর চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিভিন্ন দেশ উপসর্গ বিবেচনায় প্রচলিত ওষুধের মাধ্যমে চালাচ্ছে চিকিৎসা।
Leave a Reply