মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন
এবার হজে কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য এসব স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কোভিডের সময়ে কাবা ঘর স্পর্শ করার নিয়ম চালু থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এ বছর তাই কাবা ঘর স্পর্শ করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা।
নামাজের সময় এবং কাবা শরীফ তাওয়াফের সময় দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে। করোনাভাইরাস মহামারির কারণে এবারের হজ বাতিলের শঙ্কা ছিল।
পরে সীমিত আকারে হজ করার সিদ্ধান্ত নেয়া হয়। ঘোষণা অনুযায়ী দেশটির ভেতরে অবস্থান করা লোকজনই শুধু হজ করতে পারবেন।
Leave a Reply